1. aleyaa31a16@gmail.com : Aleyaa Sraboni : Aleyaa Sraboni
  2. live@www.northxpress.news : news online : news online
  3. info@www.northxpress.news : Northx Press :
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকা রাস্তার অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ মধুপুর উপজেলার গুরুত্বপূর্ণ তিন দপ্তরের প্রধান দায়িত্বে জুবায়ের হোসেন  রায়গঞ্জে ৭৮ টি মন্ডপে অনুষ্ঠিত হবে দূর্গাপুজা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরামের ২১ দফা দাবি মহানবী (সা:)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে সলঙ্গায় বিক্ষোভ ও সমাবেশ দুপচাঁচিয়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বগুড়া জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে তালোড়ায় আনন্দ র‌্যালি মধুপুরে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মধুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে  প্রকৃত মুসলমান কখনো অন্য ধর্মালম্বীর ওপর অত্যাচার করতে পারে না অধ্যক্ষ শাহাবুদ্দিন

মধুপুরে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

বাবুল রানা
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১৭ বার পড়া হয়েছে

 

টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর মধ্যেপাড়া গ্রামের জহর আলী(৬৫) নামের এক বৃদ্ধের রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ। নিহত জহর আলী অত্র গ্রামের মরহুম সিরাজ আলী শেখের ছেলে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে একটি খাড়াঝড়া গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায় , গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে মৃত জহর আলী পিরোজপুর জামিয়া ইসলামিয়া মাদরাসায় তার নাতী কাওছারের জন্য ভাত নিয়ে যান কিন্তু ভাত দিয়ে সেখান থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। ঐদিন রাত থেকেই বিভিন্ন  আত্মীয় স্বজন ও পরিচিত অপরিচিত জনের সাথে অনেক খুঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এমতাবস্থায়, সোমবার ৩০সেপ্টেম্বর  সকালে পাশ্ববর্তী আনসার আলীর পুকুরপাড়ে খাড়াঝড়া গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।

মৃতের বড় ছেলে জাকারিয়া জানান, তিনি শারীরিক ভাবে বিভিন্ন রোগে ভুগছিলেন এবং তিনি মানসিক সমস্যায় ভুগছেন । তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা বুঝতে পারছি না। তবে উল্টো দিক দিয়ে গলায় রশি বেঁধে ফাঁসিতে ঝুলার কারনে সন্দেহ মনে হচ্ছে বলে তিনি জানান।

এ বিষয়ে মধুপুর থানার তদন্ত অফিসার রাসেল আহমেদ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য থানায় এনেছি। তবে তার ফাঁসির দড়ি মাথার পিছেন দিক থেকে ঝুলে থাকার বিষয়টি দেখে একটু  সন্দেহের সৃষ্টি হচ্ছে। তবে ময়নাতদন্ত শেষে জানা যাবে এটি হত্যা, না আত্মহত্যা।

তিনি আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় মৃত জহরের ছেলে জাকারিয়া বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© নর্থ এক্সপ্রেস নিউজ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত