দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে নবগঠিত বগুড়া জেলা যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কমিটির নেতৃবৃন্দকে অভিন্দন জানিয়ে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর সোমবার বিকালে এ আনন্দ র্যালি তালোড়া বাজার এলাকা প্রদক্ষিণ করে। র্যালি শেষে রেলঘুমটি এলাকায় মুক্ত মে জেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক ও তালোড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক এমরান আলী রিপুর সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন তালোড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহিছুর রহমান কাজল, অনিল কুমার রায়, দপ্তর সম্পাদক আল মুত্তাকিন মুরাদ, সাবেক বিএনপি নেতা রমজান আলী রুনু , পৌর যুবদলের আহবায়ক এমদাদুল হক ইন্দা, যুব নেতা এরফান আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক পলাশ, পৌর ছাত্রদলের সভাপতি শাহ নুর অভি, সাধারণ সম্পাদক আল রাফি, সাবেক ছাত্রনেতা অরভিল প্রমুখ। সমাবেশে এমরান আলী রিপু অন্তবর্তীকালীন সরকারের প্রতি দ্রæত জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করার দাবী জানান। সেই সঙ্গে আসন্ন শারদীয় দুর্গাপূজায় সনাতন ধর্মালম্বীদের পাশে থেকে সহযোগিতা করার জন্য বিএনপি নেতাকর্মীদের আহবান করেন।