সিরাজগঞ্জের সলঙ্গায় এক কাপড় ব্যবসায়ীর নগদ দেড় লাখ টাকা সহ একটি এন্ড্রোয়েড ফোন ছিনতাইয়ের অভিযোগে ৫ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে। গত শুক্রবার রাত ৯ টায় সলঙ্গা থানার রশিদপুর এলাকার বি এম এস এন্ড টেকনিক্যাল ইন্সটিউট এর সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের আমডাঙ্গা বুড়িদহ গ্রামের মৃত নাজেম উদ্দীন এর ছেলে আনোয়ার হোসেন(৩৫)৷
অভিযোগ সুত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় ব্যবসায়ী আনোয়ার হোসেন সলঙ্গা বাজারে কাপড়ের দোকান বন্ধ করে বাসায় ফিরছিলো। এ সময় রশিদপুর এলাকার বি এম এস এন্ড টেকনিক্যাল ইন্সটিউট এর সামনে রশিদপুর গ্রামের আব্দুল মোত্তালিব(৩৫), কাফি(২৫) পিতাঃ মৃত আব্দুল লতিফ,একই গ্রামের সানু উল্লাহ(৪৫),শ্যামল(৪৫),ও আমডাঙ্গা গ্রামের হ্যাঞ্জেলা সরদারের ছেলে আপন সরদার(৪৫)সংঘবদ্ধভাবে মোটর সাইকেল রোধ করে দেশীয় অস্ত্র,রড দিয়ে মারধর করে তার নিকট থাকা দেড় লক্ষ টাকা,একটি এন্ড্রোয়েড মোবাইল ফোন,ও মটর সাইকেলটি কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করে৷ এ সময় আনোয়ার হোসেনের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা মোটর সাইকেল ফেলে পালিয়ে যায়৷পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে বাড়ীতে পৌছে দেন৷
এ ঘটনায় ৫ জনকে অভিযুক্ত করে আনোয়ার হোসেন থানায় একটি অভিযোগ দ্বায়ের করেন।
এ ব্যাপারে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন,অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।