1. aleyaa31a16@gmail.com : Aleyaa Sraboni : Aleyaa Sraboni
  2. live@www.northxpress.news : news online : news online
  3. info@www.northxpress.news : Northx Press :
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১০:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকা রাস্তার অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ মধুপুর উপজেলার গুরুত্বপূর্ণ তিন দপ্তরের প্রধান দায়িত্বে জুবায়ের হোসেন  রায়গঞ্জে ৭৮ টি মন্ডপে অনুষ্ঠিত হবে দূর্গাপুজা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরামের ২১ দফা দাবি মহানবী (সা:)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে সলঙ্গায় বিক্ষোভ ও সমাবেশ দুপচাঁচিয়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বগুড়া জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে তালোড়ায় আনন্দ র‌্যালি মধুপুরে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মধুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে  প্রকৃত মুসলমান কখনো অন্য ধর্মালম্বীর ওপর অত্যাচার করতে পারে না অধ্যক্ষ শাহাবুদ্দিন

সাবেক এমপি তানভীরের বিরুদ্ধে স্কুলের ১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৮ বার পড়া হয়েছে

 

আওয়ামী লীগের ক্ষমতার অপব্যবহার করে গত সাত বছরে উল্লাপাড়া উপজেলা সদরে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রায় এগারো কোটি আত্মসাতের অভিযোগ উঠেছে স্কুল কমিটির দুই সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। আওয়ামীলীগের শাসনামলে দলীয় ক্ষমতাকে পুজি করে বিদ্যালয়টি নিজেদের কুক্ষিগত করে বিদ্যালয়ের নাম পরিবর্তন ও প্রতিষ্ঠাতাকে দাতা সদস্য থেকে বহিষ্কারের চেষ্টা, বিদ্যালয়ের ভবন বিক্রি ছাড়াও নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। এসবের মাষ্টারমাইন্ড হিসেবে এইচটি ইমামের ছেলে সাবেক সংসদ সদস্য তানভির ইমামের নাম রয়েছে। সলপ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাাদক কাজী এহসানুল হক সন্টু, সাবেক সংসদ সদস্য তানভির ইমামের ব্যক্তিগত সহকারী মীর আরিফুল ইসলাম উজ্জলের মাধ্যমে মোমেনা আলী বিজ্ঞান স্কুলের এগারো কোটি টাকা লোপাট হয়েছে বলেও জানা গেছে। আওয়ামীলীগ নেতাদের অনিয়ম-দুর্নীতির সহযোগী হিসেবে কাজ করেছেন তাদের মনোনিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রকিবুল ইসলাম। রাজশাহী বিভাগের মধ্যে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানটি আওয়ামী লীগের রোষানলে পড়ে আজ শিক্ষার গুনগত মান অনেকটাই কমে গেছে। বিদ্যালয়টিকে দুর্নীতির আখড়া বানিয়েছেন সাবেক সংসদ সদস্য তানভির ইমাম। জানা গেছে, প্রথমে সাবেক সংসদ সদস্য তানভির ইমাম নিয়ম বহির্ভূত ভাবে নিজেই মোমেনা আলী বিজ্ঞান স্কুলের এডহক কমিটির সভাপতি হন। এসময় তিনি প্রতিষ্ঠাতা সাবেক এমপি এম,আকবর আলী ও তার স্ত্রী মোমেনা আলীকে বিদ্যালয়ে প্রবেশে নিষিদ্ধ ঘোষনা করেন। এরপর থেকে শুরু হয় স্কুলে তানভির ইমাম ও তার বাহিনীর একক আধিপত্য। এর ছয়মাস পর তার ব্যক্তিগত সহকারী শওকাত ওসমানকে সভাপতি করেন। দুইবছর পর কাজী এহসানুল হক সন্টু ও মীর আরিফুল ইসলাম উজ্জলকে বিদ্যালয়ের সভাপতির চেয়ারে বসান। উপজেলা সদরের এ স্কুলটি তারা পুরোপুরি দখলে নেন। বিদ্যালয়টি মনগড়া ভাবে পরিচালনা করতে প্রধান শিক্ষককে দায়িত্ব থেকে সরিয়ে নিজেদের পছন্দের রকিবুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেন। নামমাত্র প্রধান শিক্ষক হিসেবে রকিবুলকে দিয়ে বিদ্যালয়ের অর্থ তছরুপ স্বেচ্ছাচারিতা সহ নানা দুর্নীতি করেছেন। নিজেদের ইচ্ছা মতো স্কুলের ব্যাংক একাউন্ট থেকে অর্থ উত্তোলনসহ ভর্তি বাণিজ্যের মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়াও তানভির ইমাম ঐ কমিটিকে দিয়ে বিদ্যালয়ের নাম পরিবর্তন করে মোমেনা আলী বিজ্ঞান স্কুলের পরিবর্তে তার মা ইসমতারার নামে ‘ইসমতারা বিজ্ঞান’ স্কুল করার চেষ্টা করেন। ২০১৪ হতে ২০২৩ সাল পর্যন্ত বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি ফি, বেতন ও অন্যান্য আদায়ের হিসাবে ব্যাপক গরমিল রয়েছে। ২০১৬ থেকে ২০২৩ এ সাত বছরে বিদ্যালয়ের ব্যাংক এ্যাকাউন্ট প্রায় ২১ কোটি টাকা উত্তোলন করা হয়েছে। এর ১০ কোটি বিভিন্ন খাতে ব্যয় দেখানো হলেও বাকি এগারো কোটি টাকার কোন হিসাব দেখাতে পারেনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রকিবুল ইসলাম। এগারো কোটি টাকা বিভিন্ন সময়ে কাজি এহসানুল হক সন্টু, মীর উজ্জল ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রকিবুল ইসলাম আত্মসাত করেছেন। রাজনৈতিক প্রভাবে স্কুলে শিক্ষার মান নিম্নমুখী ও অর্থনৈতিক ভাবে পঙ্গু করা হয়েছে। স্কুলটির এমন অবস্থার কারনে উপজেলার সচেতন মহল উদ্বেগ প্রকাশ করেছেন। শিক্ষার মান ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী অনেকেই। মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদ বলেন, স্কুলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রকিবুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং শিক্ষার মান উন্নয়নে যথাযথ চেষ্টা করা হচ্ছে।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এ বিষয়ে বিদ্যালয়ের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পাইলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© নর্থ এক্সপ্রেস নিউজ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত