টাঙ্গাইলের গোপালপুরে আজ বিকাল ৩ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র গোপালপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে স্থানীয় সূতী ভি এম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে মধুপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপির নেতা মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে ৫০টি ট্রাকে এবং শতাধিক মোটরসাইকেল যোগে এডভোকেট মোহাম্মদ আলীর সমর্থকগোষ্টীর কয়েক হাজার নেতাকর্মী গোপালপুর আব্দুস সালাম পিন্টুর সমাবেশে অংশ গ্রহন করেন।
মধুপুর থেকে ট্রাকের দীর্ঘ সারি দেখতে আশপাশের লোকজন রাস্তায় নেমে আসে। ট্রাকের লোকজন গোপালপুর সভাস্থলে গিয়ে পৌঁছালে স্থানীয় সূতী ভি এম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ জনসমুদ্রে পরিনত হয়।
উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র অধ্যক্ষ খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল।
প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়াল) বক্তব্য প্রদান করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশের প্রধান বক্তা বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও আব্দুস সালাম পিন্টুর ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু।
বিশেষ অতিথি- বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এড. আহমদ আজম খান , সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড. ওবায়দুল হক নাসির, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলী, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক সম্পাদক মাহমুদুল হক সানু, উপজেলা সেক্রেটারি কাজি লিয়াকত, সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, পৌর সভাপতি খালিদ হাসান উথানসহ উপজেলা ও পৌর বিএনপি’র নেতৃবৃন্দ।