জীবন যুদ্ধ
জীবন যুদ্ধে হেরেছি বহুবার
ঘুরে দাঁড়িয়েছিও বার বার
হারিবার তরে জন্মিনি
জন্মেছি বিজয় ছিনিবার তরে
যতবারই হেরেছি
ততবারই নতুন প্রত্যয় নিয়ে
নিজেকে তৈরি করেছি,
নতুন করে যুদ্ধে লড়িবার তরে
বিজয় ছিনিয়ে আনবো এইতো ব্রত
জয়ী আমি হবোই জীবন যুদ্ধে
শুধু সময়ের প্রতিক্ষা।
জীবন যুদ্ধের তরে
যুদ্ধ জীবনের তরে নহে
জীবন বাজি রেখে
জীবন যুদ্ধে নেমেছি যখন
জয় ছিনিয়ে আনবো কোন না কোন একদিন।