ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষ্যে সিরাজগঞ্জের সলঙ্গায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকাল সাড়ে ৭ টায় সলঙ্গা উত্তরপাড়া শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমিটির আয়োজনে সবাই মন্দির প্রাঙ্গনে মিলিত হয়ে আলোচনা শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। সলঙ্গা বাজার ও পার্শবর্তী এলাকার গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে সনাতন/হিন্দু ধর্মাবলম্বী সহশ্রাধীক নারী-পুরুষ,যুবক-যুবতী,শিশু-কিশোররা অংশ গ্রহণ করেন। সলঙ্গা উত্তরপাগা,ঋৃষিপাড়া,বাসুদেবকোল,গোজাসহবিভিন্ন এলাকার হিন্দু ধর্মালম্বীরা স্বত:স্ফুর্ত ভাবে আনন্দ উৎসবের মধ্য দিয়ে এ মঙ্গল শোভাযাত্রায় অংশ গ্রহন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমিটির সেক্রেটারী গৌতম কুমার শীল,শ্রী গজেন্দ্র নাথ মন্ডল,দিলিপ দত্ত,নির্মল ঘোষ,উত্তম কুমার,বিষনো মোহন,মৃদুল কুন্ডু,শিষির সাহা,প্রভাত বসাক, অসীম রায়, পল্লব সেন,নরেশ চন্দ্র শীল,বৈদ্দ শীলসহ অনেকে।
জন্মাষ্টমী উপলক্ষ্যে সলঙ্গা এলাকার সব ক’টি মন্দির ও বাসা-বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সনাতন হিন্দু ধর্মাবলম্বীর নেতারা।