দুপচাঁচিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে লীলা পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গত ২৬আগস্ট সোমবার বেলা ১১টায় মহশ্মশান কালীবাড়ী কেন্দ্রীয় মন্দির হতে এক মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। মঙ্গল শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দুলাল বসাকের পরিচালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি, সহকারী কমিশনার(ভূমি) লিজা আক্তার বিথি, দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার, উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন, উপজেলা কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু, দুপচাঁচিয়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মফিক উদ্দিন, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী মহলদার মানিক, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোকলেছার রহমান বাবু প্রমুখ। এসময় ধর্মপ্রাণ হিন্দু নরনারী ও আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য দেশের বেশকয়েকটি জেলায় বন্যা হওয়ায় বন্যা দুর্গতদের সাহায্যার্থে জন্মাষ্টমী অনুষ্ঠানের আয়োজক ও আগত ভক্তবৃন্দ দানবাক্সে দান করেন