দুপচাঁচিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ আবু রায়হান রাহিম হত্যা মামলায় রাশেদুল ইসলাম রানু(৩৭) নামের এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৫আগস্ট রোববার বিকেলে পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রানু পৌর এলাকার বম্বপাড়া মহল্লার নৈয়উদ্দিনের ছেলে।
উল্লেখ্যঃ গত ৪আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আবু রায়হান রাহিম গুলি বিদ্ধ হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় রাহিমের মাতা বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার রানুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।