বাংলাদেশ শিক্ষক সমিতি দুপচাঁচিয়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিছু স্বার্থানেষী মহলের ব্যক্তিরা শিক্ষকদের লাঞ্ছিত ও বল প্রয়োগ করে পদত্যাগ করাতে বাধ্য করার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬আগস্ট সোমবার দুপুরে দুপচাঁচিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা শিক্ষক সমিতির আহবায়ক আবুল বাশারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মতিউর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মুনছুর আলী, উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলী, প্রধান শিক্ষক লফিজ উদ্দিন, নজরুল ইসলাম, ফজলুল হক, নূর ইসলাম, রেজাউল করিম, সহকারী প্রধান শিক্ষক মহসীন আলী, গোলাম ফারুক প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা আগামী বৃহস্পতিবারের মধ্যে এ সমস্যার সমাধান না হলে উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে কর্মবিরতি পালনের ঘোষণা দেন।