দেশের ভয়াবহ বন্যার কারণে দুপচাঁচিয়া উপজেলা যুবদলের আনন্দ র্যালি বাতিল করে বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ করা হয়। এ উপলক্ষে ২৩আগস্ট শুক্রবার বিকালে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলীর সভাপতিত্বে ও যুবদল নেতা আশরাফুল আলমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সহসভাপতি এ্যাড. সাইফুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তাক আহম্মেদ, যুবদল নেতা মোকাছেলার রহমান বাবু, সোহেল রানা, জাহিদ হাসান রোস্তম, কালী ইলিয়াছ কল্লোল, হুমায়ুন কবির, আব্দুস সালাম, সবুজ শেখ, ইব্রাহিম আলী, বুলবুল আহম্মেদ, আরিফুল ইসলাম, আলামিন মন্ডল, স্বপন আহম্মেদ, বিপ্লব, রিপন আহম্মেদ, সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু রায়হান প্রমুখ। বক্তারা বলেন, দেশের চলমান ভয়াবহ বন্যায় পানিবন্দি হাজারো মানুষ। তাদের সাহায্য করতে সকলকে এগিয়ে আসতে হবে। এক্ষত্রে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তহবিল সংগ্রহ করে সহযোগিতা করতে হবে।