কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে দুপচাঁচিয়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিবস উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬আগস্ট শুক্রবার বাদ জুমা দুপচাঁচিয়া থানা ও ভুমি জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন, সাংগঠনিক সম্পাদক মেশকাতুর রহমান, জান্নাতুল ফেরদৌস, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মফিক উদ্দিন, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, সাবেক সাধারণ সম্পাদক পৌর মেয়র জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সহসভাপতি এ্যাড. সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহিদুল হক তালুকদার কাজল, ইউনুছ আলী মহলদার মানিক, বাবু মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলী, যুবদল নেতা আব্দুস সবুর খন্দকার রাকিব, ইদ্রিস আলী খান, বেলাল হোসেন, রাকিবুল হাসান সানি, স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রাজ্জাক সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।