বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন সাবেক এমপি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দুপচাঁচিয়া শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে গত ১৪ আগস্ট বুধবার রাতে কাহালু উপজেলার বাঘোপাড়া জামে মসজিদে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দুপচাঁচিয়া শাখার সভাপতি মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে ও সেক্রেটারি ওমর ফারুকের পরিচালনা আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের যুব বিষয়ক সম্পাদক ও গুনাহার ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের। প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা পশ্চিম শাখার সেক্রেটারি জহুরুল ইসলাম বাদশা। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র শিবিরের নেতা ও উদীয়মান বক্তা বুলবুল আহমেদ। বক্তারা দেলোয়ার হোসেন সাঈদীর জীবনী নিয়ে আলোকপাত করেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দুপচাঁচিয়া শাখার পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থী সাব্বির হোসেন হৃদয়কে নগদ অর্থ প্রদান করা হয়।আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।