বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হয়েছে। গত ৮ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তালোড়া পৌর এলাকার ছাত্র-ছাত্রীরা পৌরসভা চত্বরের পাদদেশে এ মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করে। এ সময় তালোড়া পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।