ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। কিন্তু ভারতে থাকা তার মেয়ে সায়মা ওয়াজেদের সঙ্গে এখনো দেখা হয়নি শেখ হাসিনার।
বৃহস্পতিবার (৮ আগস্ট) এই তথ্য জানিয়েছে ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং তার মায়ের সঙ্গে দেখা করতে না পারায় হতাশা প্রকাশ করেছেন।
তিনি লিখেছেন, ‘আমার দেশে প্রাণহানির ঘটনা হৃদয় ভেঙে দিয়েছে। বাংলাদেশ যে আমি ভালবাসি। এই সঙ্কটাপন্ন সময়ে আমি আমার মায়ের সঙ্গে দেখা করতে পারছি না, তাকে আলিঙ্গন করতে পারছি না, এতেও আমার হৃদয় ভেঙে যাচ্ছে।
সায়মা ওয়াজেদ তার বার্তায় আরও উল্লেখ করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক (আরডি) হিসেবে তার দায়িত্বের প্রতি অঙ্গিকারবদ্ধ আছেন।
পেশায় মনোরোগ বিশেষজ্ঞ সায়মা গত ১ নভেম্বর থেকে দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক দফতরের পরিচালক পদে যোগ দিয়েছেন। বাংলাদেশের প্রথম নাগরিক হিসেবে তিনি এই গুরুত্বপূর্ণ পদে বসেছেন।
গত সোমবার (৫ আগস্ট) দুপুরে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পরে ভারতেরই ‘নিরাপদ ঠিকানা’ আপাতত শেখ হাসিনার আশ্রয়। শেখ হাসিনা-পুত্র সজীব ওয়াজেদ জয় বর্তমানে আমেরিকায় রয়েছেন। শেখ হাসিনা এখন ভারতেই থাকবেন জানিয়ে বৃহস্পতিবার জয় বলেন, ভারত থেকে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা নেই তার।