দেশে জেলা, উপজেলা ও পৌরসভার রাস্তাগুলো গত কয়েকদিনে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করছেন শিক্ষার্থীরা। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর বগুড়ার দুপঁচাচিয়া উপজেলা সহ তালোড়া পৌর এলকায় বিক্ষুদ্ধ জনতা ও দুর্বৃত্তরা বঙ্গবন্ধু চত্ত্বরসহ বিভিন্ন স্থানে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এতে করে রাস্তাঘাটে ইট পাটকেলসহ আবর্জনা জমা হয়। ৮ আগস্ট বৃহস্পতিবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ২০২৪ তালোড়া পৌর এলাকার শিক্ষার্থীদের উদ্যোগে ও তালোড়া পৌরসভার সহযোগিতায় এ সব আবর্জনা পরিষ্কার করেন শিক্ষার্থীরা। এদিন তালোড়া রেলঘুমটি এলাকায় আবর্জনা পরিষ্কার করা হয়। এতে তালোড়া পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪০ জন শিক্ষার্থী অংশ নেয়।