1. aleyaa31a16@gmail.com : Aleyaa Sraboni : Aleyaa Sraboni
  2. live@www.northxpress.news : news online : news online
  3. info@www.northxpress.news : Northx Press :
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
মধুপুরের আনোয়ার হোসেনের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী গোপালপুর সমাবেশে  মধুপুরে  শিক্ষার্থী আবু বকর হত্যার পুনঃতদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন  সলঙ্গায় অচল ইউনিয়ন পরিষদ কার্যক্রম সচল করার দাবী অবশেষে প্রধান শিক্ষক শহিদুল সাময়িক বরখাস্থ দুপচাঁচিয়ায় যাত্রীবেশে ইজিবাইক ছিনতাই এর চেষ্টাকালে গ্রেপ্তার ১ মধুপুরে ধর্ষণ মামলার ২ঘন্টার মধ্যে দুই আসামী গ্রেফতার মধুপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত  চৌহালীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ চৌহালীতে সহদর দুই ভাইকে হত্যার দায়ে ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত দুপচাঁচিয়ায় শিক্ষক কর্মচারী পরিবার কল্যাণ ট্রাস্টের স্মারকলিপি প্রদান

পুলিশ জনগণের শত্রু নয় -তারেক রহমান

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ২৮ বার পড়া হয়েছে

বাংলাদেশের পুলিশ জনগণের শত্রু নয় বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি শক্তি পুলিশের মনোবল নষ্ট করার অপচেষ্টা করছে। যাতে বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়।

বুধবার (৭ আগস্ট) বিকেলে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, কোন পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ থাকলে যথাযথ জায়গায় অভিযোগ দিন। কিন্তু আইন নিজের হাতে তুলে নিবেন না।

শেখ হাসিনা সরকারের কথা উল্লেখ করে তিনি বলেন, ১৫ বছর ধরে বাংলাদেশকে বন্দি করে রাখা হয়েছে। মানুষকে আয়না ঘরে আটকে রাখা হয়েছে। আজ উন্মুক্ত হয়েছে গণতন্ত্রের দ্বার, স্বাধীন হয়েছে দেশ। বাংলাদেশের ছাত্র জনতাকে অভিনন্দন।

তিনি বলেন, আপনাদের ঐক্যবদ্ধ আন্দোলনে শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে। মুক্তিযুদ্ধের বাংলাদেশ কখনো পরাজয় মানে না, মানবে না।

তিনি বলেন, স্বাধীনতা প্রিয় মানুষ স্বাধীনতার রক্ষায় কোন শর্ত মানে না। ছাত্র-জনতার আন্দোলনের ফলে ২০২৪ সালে দেশের জনগণ দেখেছে এক নতুন স্বাধীনতা। দেশের চলমান অর্জনকে নষ্ট করতে ষড়যন্ত্র চলছে। ধর্ম বর্ণ পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে নিরাপত্তা দিতে হবে।

তারেক জিয়া বলেন, যে যেখানে বসবাস করছে সেখানে ধর্মীয় পরিচয় যাইহোক না কেন সকলের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাল হিসেবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। বাংলাদেশের ভূখণ্ডে দাঁড়িয়ে সকল জনগণের পরিচয় একটি সবাই বাংলাদেশি।

তিনি বলেন, পুলিশ জনগণের শত্রু নয়। বিনা ভোটে নির্বাচিত শেখ হাসিনা পুলিশকে জনগণের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য করেছে। শেখ হাসিনা পালানোর পর একটি চক্র পুলিশের মনোবল ভাঙতে চেষ্টা চালাচ্ছে। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে।

বিএনপির নামে কেউ যদি অপকর্ম করতে চায় তাকেও আইনের হাতে তুলে দিন। কেউ যদি নিয়ম ভঙ্গ করে তার বিরুদ্ধেও পুলিশের কাছে অভিযোগ করুন। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। বিচারের ভার দয়া করে নিজ হাতে তুলে নেবেন না, বলেন তিনি।

তিনি আরও বলেন, সমালোচনা বা নৈরাজ্যের সমাধান নৈরাজ্য হতে পারে না। প্রশাসনকে সময়োপযোগী করে গড়ে তোলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ।

নিয়োগ বা প্রমোশনে মেধা সর্বাধিকার অগ্রাধিকার থাকতে হবে। উন্নয়নে বৈদেশিক নির্ভরতা কমিয়ে আনতে হবে। দেশে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যা সমাধান করতে হবে। সবার জন্য সুবিচার নিশ্চিত করতে আইনের শাসন নিশ্চিত করতে হবে।

দ্রুততম সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা স্থানান্তর করতে হবে। সকলে ঐক্যবদ্ধ থাকলে দেশের তরুণদের জন্য একটি নিরাপদ দেশ গড়ে তুলতে পারবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© নর্থ এক্সপ্রেস নিউজ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত