অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দেশ পুনর্গঠনের লক্ষ্যে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে সকল ধরনের সহায়তা করবে সশস্ত্রবাহিনী।
বুধবার (৭ আগস্ট) বিকেলে সেনাসদরে সাংবাদিক সম্মেলনে এই আশ্বাস জানান সেনপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
এসময় অন্তর্বর্তীকালীন সরকার ১৫ সদস্যবিশিষ্ট হওয়ার সম্ভবনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, আগামীকাল দুপুরে ড. মুহাম্মদ ইউনূস দেশে আসবেন। নতুন এই সরকার প্রধানকে স্বাগত জানানোর জন্য তিন বাহিনীর প্রধান বিমানবন্দরে উপস্থিত থাকবেন।