বিশ্ব শান্তি, সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ ও সুখী সমৃদ্ধশালী দেশ গঠনের আহ্বানে হাজারো ভক্তের সমাগমে মধুপুরে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ জুলাই) বিকেলে পৌর শহরে শ্রী শ্রী নিত্যানন্দ সেবা ও অনাথ মন্দির থেকে জগন্নাথ দেবের রথ বের হয়। রথযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মধুপুর নতুন বাজার প্রদীপ সাহার বাড়ীতে গিয়ে শেষ হয়।
আগামী ১৪ জুলাই রবিবার জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে।
রথযাত্রায় হাজার ভক্তবৃন্দের ভগবান শ্রী জগন্নাথ জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা পৌর শহর। রথ থেকে ছুড়ে ফেলা প্রসাদ নিতে চলে প্রতিযোগিতা। এসময় আশ্রম প্রাঙ্গণ থেকে মধুপুর বাসস্ট্যান্ড পর্যন্ত লোকে লোকারন্যো হয়ে ওঠে। মধুপুর পৌর শহর জগন্নাথ দেবের ভক্তদের উপস্থিতি এক বিশাল মিলন মেলায় পরিনত হয়।
মধুপুরের শ্রী শ্রী নিত্যানন্দ সেবা ও অনাথ মন্দির থেকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষি মন্ত্রী ড. আবদুর রাজ্জাক এমপি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ইয়াকুব আলী, পৌর পিতা আলহাজ্ব সিদ্দিক হোসেন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ সজিব, শ্রী শ্রী নিত্যানন্দ সেবা ও অনাথ আশ্রমের সভাপতি বাবু সুবল চন্দ্র সাহা, সম্পাদক অপূর্ব সিংহ টনি, পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সুশিল কুমার দাস, মদন গোপাল স্ট্রেট এর সাধারণ সম্পাদক গোষ্ঠ সিংহ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মধুপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মানিক চন্দ্র বসু প্রমুখ।